Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জেরুজালেম বিক্রির জন্য নয়: মাহমুদ আব্বাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩১ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতিসংঘের সাধারণ অধিবেশনে রুঢ় ও অবিকম্পিত কণ্ঠে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা প্রকাশ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, জেরুজালেম বিক্রির জন্য নয়। বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে তার বক্তব্য রাখেন আব্বাস। একইদিন, নিজের বক্তব্যে ইরানের পারমাণবিক চুক্তির বিরুদ্ধে কথা বলেন ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

‘জেরুজালেম বিক্রির জন্য নয়’ এ বাক্য দিয়ে আব্বাস তার ভাষণ শুরু করলে সভাকক্ষে উপস্থিতরা তাকে হাততালি দিয়ে স্বাগত জানান। এরপর তিনি একে একে ইসরাইলের ‘জাতিবিদ্বেষী’ নেশন স্টেট ল, ইসরাইলের প্রতি ট্রাম্প প্রশাসনের ঢালাও সমর্থন এবং আন্তর্জাতিকভাবে ও জাতিসংঘে গৃহীত সিদ্ধান্তগুলো এ দেশ দুটির প্রত্যাখ্যান করার সমালোচনা করেন। ‘এ আইন একটা জাতিবিদ্বেষী রাষ্ট্র তৈরি করবে, একটা বর্ণবৈষম্যমূলক রাষ্ট্র গঠন করবে এবং এর ফলে দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান ব্যর্থ হবে’, মন্তব্য করেন আব্বাস।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ক্রমাগত ইসরায়েলকে অযৌক্তিকভাবে সমর্থন করে আসছে। এই দুই রাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি এবং জাতিসংঘের সিদ্ধান্ত প্রত্যাখান করেছে।

শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্ততাকারী দেশের ভূমিকায় যুক্তরাষ্ট্রের বিকল্প কোন দেশকে দেখতে চান বলে উল্লেখ করেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের এই নেতা আরও বেশি দেশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া এর আগে জাতিসংঘ যে সমাধান প্রস্তাব পাস করেছিল তা আরও জোরদারের দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবনা পাস হলেই হবে না বরং তা বাস্তবায়নও করতে হবে। তিনি বলেন, ১৯৪৯ সালের পর থেকে এখন পর্যন্ত ৭শ প্রস্তাবনা পাস হয়েছে। এর একটিও বাস্তবায়ন করেনি ইসরায়েল।

যুক্তরাষ্ট্র তেল-আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয়ার পর এটা জাতিসংঘে দেয়া প্রথম ভাষণে আব্বাস জানান, ফিলিস্তিনিরা এখন যুক্তরাষ্ট্রকে নতুন চোখে দেখছে এবং তারা দেশটিকে এখন আর নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে মনে করে না। ‘এ (ট্রাম্পের) প্রশাসন যুক্তরাষ্ট্রের আগের সব প্রতিশ্রুতি পরিত্যাগ করেছে এবং দ্বি-রাষ্ট্র সমাধান প্রস্তাবকে ক্ষতিগ্রস্ত করেছে,’ বলেন তিনি।

Bootstrap Image Preview