Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে চলছে বাংলাদেশি শিল্পীর চিত্রপ্রদর্শনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০২ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০২ PM

bdmorning Image Preview


বাংলাদেশ দূতাবাস আংকারা তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে বাংলাদেশের দুই জন তরুণ চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী চলছে। ২৫ সেপ্টেম্বর থেকে প্রদর্শিত চিত্রশিল্প প্রদর্শনীটি চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতকোত্তরের শিক্ষার্থী পারভেজ হাসান এবং নাবিলা নবীর মোট ৫৩টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর প্রখ্যাত ইজমির চিত্র ও ভাস্কর্য গ্যালারিতে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

উল্লেখ্য, তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের স্মৃতি বিজড়িত। নৌবন্দর ও শিল্প নগরী হিসাবে ইজমিরের সুখ্যাতি বহুদিনের।

এ আয়োজনে ইজমিরের চারুকলা ও সংস্কৃতি বিভাগ দূতাবাসকে সহায়তা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক স্থানীয় দর্শক উপস্থিত হন। আধুনিক চারুকলায় বাংলাদেশের তরুণ ও সম্ভাবনাময় শিল্পীদের পদচারণা তাঁদের মুগ্ধ করেছে। আগামী ৮ই অক্টোবর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

Bootstrap Image Preview