Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অল্পতেই রেহাই পেলেন রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৫ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৫ AM

bdmorning Image Preview


তিন ম্যাচ পর সিরি-এ টুর্নামেন্টে গোলের খাতা খুললেও জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা সুখের হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। ঘটনায় রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সরাসরি লাল কার্ডের শাস্তিস্বরূপ চ্যাম্পিয়ন্স লিগে আগামি দুটি ম্যাচের জন্য নির্বাসিত হওয়ার সম্ভাবনা ছিল রোনালদোকে।

বৃহস্পতিবার বিশ্বজুড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমস্ত ফ্যানদের নজর ছিল উয়েফা-র উপর। শেষমেশ সিআরসেভেন ফ্যানদের মুখে হাসি ফুটেছে। লঘু শাস্তিতে রক্ষা পেয়ে গেলেন রোনাল্ডো। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জেসন মুরিলোর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন জুভেন্তাসের তারকা। প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তার পর উয়েফা-র শাস্তির মুখে পড়ার আশঙ্কা ছিল। পড়লেন। তবে লঘু শাস্তি।

অর্থাৎ এক ম্যাচ নির্বাসনের ফলে ২৩ অক্টোবর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে নামতে আর কোনও বাধা রইল না রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের পরবর্তী ম্যাচ আগামি ২ অক্টোবর ইয়ং বয়েজ’র বিরুদ্ধে। কেবল সেই ম্যাচেই মাঠে নামতে পারবেন না পর্তুগিজ তারকা।

শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি ক্রিশ্চিয়ানো অনুরাগীরা। ওল্ড ট্র্যাফোর্ডে বল পায়ে রোনাল্ডোকে দেখার স্বপ্নে সাময়িক যে ধাক্কাটা লেগেছিল, সেই স্বপ্ন আবার সত্যি চলেছে।

Bootstrap Image Preview