Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আর বসে থেকে লাভ নেই, উদ্যোক্তারা কাজে নেমে পড়েন: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৬ PM

bdmorning Image Preview
ছবিঃ আবু সুফিয়ান জুয়েল


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, 'আমাদের সুযোগের অভাব নেই। সরকার পর্যটনখাতে কাজ করে যাচ্ছে। সেইসাথে বিনিয়োগও করে যাচ্ছে। তাই বলে বাকীদের বসে থাকলে চলবে না। আপনারা যারা উদ্যোক্তা তারা কাজে নেমে পড়েন। আর বসে থেকে লাভ নেই।'

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ রাজধানীর ধানমণ্ডিতে 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্যুরিজম ফেস্ট-২০১৮' এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবির আয়োজনে ট্যুরিজম ফেস্ট অনুষ্ঠিত হয়।

এ সময় মন্ত্রী বলেন, বৈদেশিক পর্যটকদের আকৃষ্ট করতে আমাদের যা যা করা দরকার তা আমরা এখনো করতে পারিনি। আমাদের দেশটা ছোট হলেও এদেশে দেখার অনেক কিছু আছে। আছে জানার অনেক কিছু।'

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- হাবের মহাসচিব সাদেক হোসেন তছলিম, আটাবের সেক্রেটারি জেনারেল আব্দুস সালাম আরিফ, টোয়াবের প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহাম্মেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাহাঙ্গীর হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ফরিদুল হক এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview