Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি নিজেকে এত সস্তা ভাবি নাঃ মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৫ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


শত ভাগ ফিট থেকেও টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।চলতি এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে শুনা যাচ্ছিলো এটি হয়তো ম্যাশের শেষ এশিয়া কাপ।আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পর হয়তো ওয়ানডে ক্রিকেটে খেলবেন কি খেলবেন না তা নিয়ে সবার মনে সংশয় রয়েছে

মাশরাফির নেতৃত্বে এর আগেও বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ এশিয়া কাপে এই নিয়ে দুইবার উঠলো কিন্তু গত দুইবার শিরোপার খুব কাছ থেকে ফিরে এসেছেন। এবারো যদি গত দুই বারের মত হয় তাহলে কোন আন্তর্জাতিক ট্রফি ছাড়াই কি বিদায় নিবেন ১৯ কোটি বাঙালির প্রিয় ম্যাশ?

এই প্রসঙ্গে মাশরাফির সোজা জবাব,আমি আমার নিজেকে এত সস্তা ভাবি না যে, একটা ট্রফি দিয়ে নিজেকে বিচার করবো আর দ্বিতীয়ত ক্রিকেট একটা ট্রফির জন্য খেলিনি এটা বলতে পারি যে, বাংলাদেশের জন্য একটা ট্রফি হয়তো বা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা স্টেজে আমার বিশ্বাস হয়তো বা কোনো একদিন ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পাবে আর ট্রফির কথা এই জন্য বললাম, ইয়াং জেনারেশন যারা ক্রিকেটের দিকে আসতে চাচ্ছে বা যারা এখন টিমে আছে, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬ খেলছে তারা একটা ট্রফিতে বুস্টআপ হবে এইজন্য বলতে পারেন যে, বাংলাদেশের জন্য একটা ট্রফি দরকার কিন্তু সেটা এখনই বা কালকে হলে সমস্যা, সেটা না আর ব্যক্তিগত মাশরাফিকে ট্রফি দিয়ে বিচার করলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি নিজেকে এত সস্তা ভাবি না

আগামীকাল বিকাল সাড়ে পাঁচটায় এশিয়া কাপের শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

Bootstrap Image Preview