Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১৪ কোটি ডলার বিনিয়োগে ২৫ হাজার চাকরির সুযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১৪ কোটি ডলার বিনিয়োগে ২৫ হাজার চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। বঙ্গবন্ধু হাইটেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে ৯টি প্রতিষ্ঠানকে ৪০ বছরের জন্য প্লট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ফলে বেকারত্ব কিছুটা হলেও দূর হবে।

এরই মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মাধ্যমে প্লট বুঝিয়ে দেওয়া হয়। প্লট বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—রবি আজিয়াটা, জেনেক্স, বিজেআইটি সফটওয়্যার, ফেয়ার ইলেকট্রনিকস, কেডিএস গ্রুপ, ইন্টারক্লাউড, বিজনেস অটোমেশন, নাজডাক টেকনোলজিস এবং জেআর এন্টারপ্রাইজ।

চুক্তির মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব স্থানে হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার, রিসার্চ অ্যান্ড ডেভেলপার (আরঅ্যান্ডডি) বিষয়ে কাজ করতে প্রায় ১৪ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানগুলো।

এর মাধ্যমে কর্মসংস্থান হবে প্রায় ২৫ হাজার লোকের। আইসিটি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ।

Bootstrap Image Preview