Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের একই দিনে অঘটনের শিকার বার্সা-রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৯ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৯ AM

bdmorning Image Preview


চলতি মৌসুমে লা লিগায় প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা। পিছিয়ে পড়েও বার্সাকে ২-১ গোলে হারিয়ে চমক লেগানেসের। বার্সেলোনা হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে তাদের টপকে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু উল্টে তারা সেভিয়ার মাঠে ৩-০ গোলে হেরে গেল। ২০১৫ সালের ৪ জানুয়ারির পর, আবার ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর লা লিগায় একই দিনে হারল দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে লেগানেসের মাঠে ম্যাচের ১২ মিনিটেই ফিলিপে কৌতিনহোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বার্সেলোনা। শুরুতেই নাবিল এল ঝার-এর গোলে সমতায় ফেরে লেগানেস। আর ৫৩ মিনিটে বার্সেলোনার রক্ষনের ভুলে এগিয়ে যায় লেগানেস। জেরার্ড পিকে ঠিকঠাক বল বিপন্মুক্ত করতে না পারায় সুযোগ কাজে লাগিয়ে টের স্টেগানকে পরাস্ত করেন অস্কার রদ্রিগেস। বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি মেসিরা। লা লিগায় ছয় ম্যাচ শেষে এখন ১৩ পয়েন্ট বার্সার।

বুধবার রাতে লা লিগায় অন্য ম্যাচে সেভিয়ার মাঠে বড় ব্যবধানে হারল রিয়াল মাদ্রিদও। চলতি মৌসুমে লা লিগায় প্রথম হারের স্বাদ পেল মাদ্রিদের ক্লাবটিও। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেভিয়া। ম্যাচের ১৭ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন আন্দ্রে সিলভা। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ এই মিডফিল্ডারই। আর ৩৯ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন বেন ইয়েদের।

দ্বিতীয়ার্ধে একইভাবে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি রিয়াল।দ্বিতীয়ার্ধে যদিও একবার সেভিয়ার জালে বল পাঠিয়েছিলেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার লুকা মডরিচ। তবে অফ সাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায়।

সেভিয়ার কাছে টানা দুই ম্যাচ হারল রিয়াল। এর আগে দুই দলের সবশেষ দেখায় গত মে মাসে রিয়াল হেরেছিল ৩-২ গোলে।

ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু গোলপার্থক্যে লা লিগায় বার্সেলোনা প্রথম স্থানে ধরে রেখেছে।

Bootstrap Image Preview