Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৬ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


বাজে পারফরম্যান্সের জন্য বর্তমানে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। সর্বশেষ তিনি জাতীয় দলের হয়ে গেল মার্চে নিদাহাস ট্রফিতে খেলেছিলেন। এরপর ফর্মে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। তাকে জাতীয় দলে ফেরার পথ সুগম করতে সুযোগ দেওয়া হয়েছিল আয়ারল্যান্ডে সফরে বাংলাদেশ এ’ দলে। কিন্তু এই সিরিজে পুনরায় ইনজুরি তাকে গ্রাস করে।

এরপর দেশে ফিরে পুরনবাসন শেষে নিজেকে প্রস্তুত করছিলেন অক্টোবর মাস থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের জন্য। কিন্তু এর মধ্যেই জাতীয় দলের ফেরার আরেকটি সুযোগ পেয়ে গেলেন তাসকিন আহমেদ। আফগানিস্তান প্রিমিয়ার লিগে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

৩০ হাজার মার্কিন ডলারে তাকে দলে টেনেছে কান্দাহার নাইটস। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ লক্ষ টাকা। অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেলেই আগামী ৩ অক্টোবর প্রথম বারের মতো বিদেশী কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাবেন তাসকিন।

এর আগে এপিএলে দলে পেয়েছেন বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার মুশফিক ও তামিম ইকবাল। তাদের দু’জনকেই দলে নিয়েছে নাঙ্গরহার। যদিও ইনজুরিতে থাকার কারণে তারা দু’জন এপিএলের প্রথম আসরে খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

কান্দাহার দল: তাসকিন আহমেদ, ব্রেন্ডন ম্যাককালাম, ওয়াহাব রিয়াজ, আসগর আফগান, পল স্টার্লিং, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, টাইমাল মিলস, স্যাম বিলিংস, ইফতিখার আহমেদ, হামজা হোতাক, করিম সাদিক, সাঈয়েদ শিরজাদ, মোহাম্মদ নাভিদ, ওয়াকার, আবদুল বাকি, ওয়াহিদ শাফাক, ওয়াকারুল্লাহ ইসহাক, নাজির জামাল।

Bootstrap Image Preview