Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪২ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪২ AM

bdmorning Image Preview


পাকিস্তানকে পাত্তা না দিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করলো মাশরাফিরা।অঘোষিত ফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারালো বাংলাদেশ।

প্রথমে টসে জিতে ব্যাটিং করে ৪৮ ওভার বলে সব উইকেট হারিয়ে ২৩৯ রান করে টাইগাররা। ২৪০ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে উইকেটে ২০২ রান করে।

২৪০ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই মিরাজের শিকার হয়েছেন পাক ওপেনার ফকর জামান।পরে ওভারে মুস্তাফিজের বলে বাবর আজম এলবিডব্লিউ আউট হন। পরপর দুই উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে যায় পাকিস্তান। এই চাপ কাটিয়ে উঠতে না উঠতেই নিজের দ্বিতীয় ওভারে সরফরাজকে ক্যাচ আউট করেন মূস্তাফিজ।

এরপর মালিক ইমাম এর ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান এই দুই ব্যাটসম্যান মিলে ৬৭ রানের জুটি গড়েন।এদিকে উইকেট পাবার হতাশায় পড়ে যায় মাশরাফিরা।খেলার ২০ ওভারের মাথায় রুবেলের বলে মালিকের উড়ন্ত ক্যাচ ধরেন মাশরাফি।শোয়েব মালিকের উইকেট হারিয়ে আবার চাপে পড়ে পাকিস্তান।এরপর ২৬ ওভারের মাথায় সৌম্য সরকার সাদাবকে ক্যাচ আউট করে চাপ দ্বিগুণ করে দেন।

এমন সময় উইকেটে থাকা ইমামুল হক একাই ব্যাট চালিয়ে নিয়ে যেতে থাকেন। উইকেটের অপর প্রান্তে থাকে আসিফ আলীও ইমামুলের সাথে তাল মিলিয়ে খেলতে থাকেন।এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ে যখন জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো পাকিস্তান ঠিক সেই সময় পাক শিবিরে আবারো আঘাত হানে মিরাজ।

আসিফের উইকেটের পরে টাইগারদের খেলায় তখন প্রাণ ফিরে আসে।মাঠে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। এরপর দীর্ঘ সময় উইকেটে থাকা ইমামুল হককে স্ট্যাম্পিং আউটের ফাঁদে ফেলেন। এই উইকেটের সাথে খেলা টাইগারদের নিয়ন্ত্রণে চলে আসে।

টাইগারদের উইকেট নিয়েছেনঃ মোস্তাফিজ(),মিরাজ(),রুবেল (), সৌম্য(), মাহমুদউল্লাহ()

টাইগারদের ব্যাটিং করেছেনঃ লিটন(), সৌম্য(), মুমিনুল(), মিথুন(৬০), ইমরুল (), মুশফিক(৯৯), মাহমুদউল্লাহ(২৫),মিরাজ(১২), মাশরাফি(১৩), রুবেল() মোস্তাফিজ()

মাশরাফি একাদশঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মুমিনুল ,মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,ইমরুল কায়েস,লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ মিথুন

উল্লেখ্য, আগামী ২৮ তারিখ ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে মাশরাফিরা।

Bootstrap Image Preview