Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছে।লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আই.ও.এম-এর সমন্বিত তত্ত্বাবধানে আজ বুধবার দুপুর ২টায় একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ২১৮) তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকে পড়ে ২৩৪ জন বাংলাদেশি। এর মধ্যে ১৫৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে। বাকীদেরকে খুব শীগ্রই দেশে ফিরিয়ে আনার সকল ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।

লিবিয়ায় সরকার সমর্থক এবং সরকার বিরোধী বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী নিজেরা নিজেরা বিভিন্ন এলাকার কর্তৃত্ব দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে যার ফলে রাষ্ট্রীয়ভাবে ‘স্টেট অফ এলার্ট’ জারি করা হয়েছে। চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে।

১৫৭ জন বাংলাদেশিদের মধ্যে ১০ জন অসুস্থ ছিলেন যাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একজন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং ব্যবস্থা পত্র দিয়েছেন এবং সকল যাত্রীই ইমিগ্রেশান প্রক্রিয়া শেষে নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

Bootstrap Image Preview