Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাসে করে ২৬ যাত্রীকে কক্সবাজারে পাঠালো ইউএস বাংলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩২ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ইউএস-বাংলা বিমানের ২৬ যাত্রীকে বাসে করে কক্সবাজার পাঠিয়েছে উড়োজাহাজ কোম্পানিটির কর্তৃপক্ষ।

বুধবার বিকেল ৪টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলার যাত্রীদের নগরের দামপাড়া স্টেশনে নিয়ে আসা হয়। পরে সাড়ে ৪টার দিকে রিলেক্স পরিবহনের একটি বাস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘বিমান যাত্রীদের প্রায় সবাই অসম্ভব ভয় পেয়েছেন। তারা বর্তমানে ট্রমায় ভুগছেন। উচ্চরক্তচাপ জনিত কারণে আলেয়া বেগম (৪৫) নামে এক যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় হাত পায়ে ব্যথা পাওয়ায় অনন্ত ১০ জনকে ড্রেসিং করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ৪০ জন। বিমানবন্দরেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

জানা গেছে, ইউএস বাংলা এয়ারলাইনসের বিমানটি কক্সবাজার থেকে ২৭১ যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল কিন্তু মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সেটি চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে দুপুর ১টা ৫৫ মিনিটে। বিমানটি রানওয়েতে নামতে গিয়েই চাকা ফেটে যায়, পরে পাইলট বিমানটির নোজ বা সামনের অংশ দিয়ে ঘষিয়ে রানওয়েতে নামে। এসময় কিছুটা আগুন ধরে গেলেও বড় দুর্ঘটনা ঘটেনি। বিমানটির অন্তত ১০জন যাত্রী আহত হয়, কারো মুখে রক্তাক্ত অবস্থায় দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

Bootstrap Image Preview