Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, ডিসেম্বার ২০২২ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

সাবিনার মৃত্যুবার্ষিকীর দিনে ভুটান যাচ্ছে ফুটবল দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩১ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৬ AM

bdmorning Image Preview


সাফ অনুর্ধ-১৮ মহিলা ফুটবলে অংশ নিতে আজ বুধবার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে ২৩ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

এদিকে আজকের দিনেই এই দলটির অন্যতম সদস্য ছিলেন ময়মনসিংহের কলসিন্ধুর সাবিনা ইয়াসমিন। গেলো বছর আজকের দিনেই (২৬ সেপ্টেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পথে ছোটো বেলার বন্ধু জাতীয় দলের সদস্য তাহুরার সামনেই শেষ নি:শ্বাস ফেলেছিলেন সাবিনা।

সাবেক সতীর্থ সাবিনার মৃত্যুবার্ষিকী নিজের ফেসবুকে তাহুরা লিখেছেন, দেখতে দেখতে এক বছর হয়ে গেল। কিন্তু এখনও মনে হয় না সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আজকে তার মৃত্যুবার্ষিকী। সবাই তার জন্য দোয়া করবেন। না ফেরার দেশে ভালো থাকে যেনো।

আসরে ‘বি’ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের নারীরা। গ্রুপের বাকী দল দুটি হচ্ছে নেপাল ও পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে। ২ অক্টোবর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলার নারীরা।

দুই গ্রুপের দুটি করে শীর্ষ দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনাল এবং ৭ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্টিত হবে।

উল্লেখ্য গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা সাম্প্রতিক সময়ে অংশ নিয়েছিল এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে। ‘এফ’ গ্রুপ থেকে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে গেছে দ্বিতীয় রাউন্ডে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল মাহমুদা আক্তার, রুপনা চাকমা, রুকসানা বেগম, মাশুরা পারভিন, শিউলি আজিম, আঁখি খাতুন, শামসুন্নাহার, আনাই মগিনি, নাজমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা, মারিয়া মান্ডা, মিশরাত জাহান মৌসুমি (অধিনায়ক), মনিকা চাকমা, মারিজিয়া, সানজিদা আক্তার, তহুরা খাতুন, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা খাতুন, রাজিয়া খাতুন, আনুচিং মগিনি, সাজেদা খাতুন।

Bootstrap Image Preview