Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৫ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিন সরকারের তথ্য বিভাগ জানিয়েছে গাজার অধিবাসীরা ড্রোনটি ধ্বংস করেছে।

ইসরাইলের সেনাবাহিনী ফিলিস্তিনিদের বিভিন্ন অবস্থান নির্ণয়, ছবি উত্তোলন ও বিষাক্ত গ্যাসবাহী গুলি ছোড়ার জন্য এ ধরনের ড্রোন ব্যবহার করে থাকে।

তথ্য বিভাগ জানায়, গাজার আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও গোয়েন্দা তৎপরতা চালানোর সময় একাধিক ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে গাজার অধিবাসীরা।

সর্বশেষ চলতি সেপ্টেম্বরের প্রথমে গাজার বিক্ষোভকারীরা ইসরাইলি দেয়ালের কাছে একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়।

দখলদার ইসরাইল গাজাকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি হামলা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Bootstrap Image Preview