Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়র সাঈদ খোকনের সঙ্গে রঙের খেলায় ছাত্রলীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচি গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে স্থান পাওয়ায় মেয়র সাঈদ খোকনের সঙ্গে রঙের খেলায় মেতেছে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেয়রের এমন রঙ মাখা ছবি ভাইরাল হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নগর ভবনে এই ঘটনা ঘটে। এ সময় মেয়র খোকন ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদেরও যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

সোমবার এই রেকর্ডের তথ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জানায় গিনেজ বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। আর পরদিন মেয়রকে স্বাগত জানাতে যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রেকর্ড হওয়ার তথ্য আগেই জানা গিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে জানাতে মঙ্গলবার নগর ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করেন মেয়র খোকন। আর এরপর নগরভবনে বিভিন্ন থানা ও ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মীসহ জড়ো হন ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

পরে তারা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এবং মেয়র খোকনকে সঙ্গে নিয়ে রঙ ছিটিয়ে আনন্দ উল্লাস করেন।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ডেটল পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে প্রতীকী পরিচ্ছন্নতায় গিনেস বুকে থাকা পূর্বের রেকর্ডের লোকসংখ্যার থেকে অনেক বেশি লোক অংশগ্রহণ করে। ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জাতীয় স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ফায়ার সার্ভিস, নৃত্যশিল্পী, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে লোকজন অংশ নিয়েছিলেন। এতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করলেও রেজিস্ট্রেশন অনুযায়ী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ১৫ হাজার ৩১৩ জন।

চূড়ান্ত নিরীক্ষা ও নিরপেক্ষ অডিট রিপোর্ট অনুযায়ী সাত হাজার ২১ জন নির্দিষ্ট এক মিনিট সময় সক্রিয়ভাবে গিনেসের সব নীতিমালা পূরণ করে বিশ্ব রেকর্ড গড়ে।

Bootstrap Image Preview