Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোংলা বন্দরে ড্রেজিং কাজ শুরু করার নির্দেশ নৌমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview


নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মোংলা বন্দরের আউটারবারে ড্রেজিং কার্যক্রম দ্রুত শুরু করতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় মন্ত্রী এই নির্দেশ দেন।

সভায় জানানো হয়, মোংলা বন্দরকে আরও গতিশীল করার লক্ষ্যে জেটি এলাকায় দু’লাখ ঘনমিটার, হিরণ পয়েন্টের নীলকমল খালে ৪০ হাজার ঘনমিটার মাটি খনন করা হয়েছে।

এছাড়া শিরোমনিঘাট ও নোয়াপাড়া নদী বন্দরে নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। শিরোমনিঘাট ও নোয়াপাড়া নদী বন্দর এলাকায় এ পর্যন্ত ১০ লাখ ঘনমিটার মাটি খনন করা হয়েছে। অবশিষ্ট ১৫ লাখ ঘনমিটার মাটি খনন কাজ চলতি অর্থবছরের মধ্যে শেষ করা হবে।

উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষ ২০১৭-১৮ অর্থবছরে ৭৮৪ টি জাহাজ হ্যান্ডলিং করেছে। ২০১৬-১৭ অর্থবছরে জাহাজ এসেছিল ৬২৩ টি।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, মোংলা বন্দরের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান।

Bootstrap Image Preview