Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক নজরে ফিফার বর্ষসেরার তালিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ AM

bdmorning Image Preview


মেসি-নেইমারদের পেছনে ফেলে প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষ তিনে স্থান পেয়েছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ক্রিশ্চিয়ানো রোনালদো সেই তালিকায় থাকলেও অনুষ্ঠানে আসেননি। ফলে সম্ভাব্য বিজয়ী যে লুকা মদ্রিচ কিংবা মোহাম্মদ সালাহর মধ্যে একজন হচ্ছেন সেটাও প্রায় নিশ্চিত হওয়া গিয়েছিল। সোমবার লন্ডনে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে সেটাই হল। সালাহকে পেছনে ফেলে ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন লুকা মদ্রিচ। অন্যদিকে ২০১৮ সালের বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেলেন মিশরের ফুটবল বিস্ময় মোহাম্মদ সালাহ।

সোমবার লন্ডনে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে সেরা গোলের জন্য এভারটনের বিরুদ্ধে করা গোলটির জন্য সালাহর নাম ঘোষণা করা হয়। গত ডিসেম্বরে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে ডি-বক্সের ডান দিকে বল পেয়ে দুজনকে কাটিয়ে বাঁ পায়ের উঁচু শটে অনেকটা দুর থেকে গোলটি করেছিলেন মিশরের এই ফুটবলার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এদিকে ২০১৮ সালের ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন দিদিয়ের দেশ্যম। রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান ও ক্রোয়েশিয়াকে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তোলা জ্লাতকো দালিচকে হারিয়ে পুরস্কারটি জেতেন দেশম।ব্রাজিলের মারিও জাগালো আর জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই শিরোপা জেতেন ৪৯ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

এক নজরে পুরস্কার প্রাপ্তদের তালিকা :

ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় : লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়া)

ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলার : মার্তা (ব্রাজিল ও অরলান্ডো)

ফিফা বর্ষসেরা কোচ (পুরুষ ) : দিদিয়ের দেশম (ফ্রান্স)

ফিফা বর্ষসেরা কোচ (মহিলা ) :  রেইনাল্ড পেড্রোস (লায়ন)

ফিফা বর্ষসেরা গোলরক্ষক : থিবাউট কোর্তোয়া (রিয়াল ও বেলজিয়াম)

বর্ষসেরা ফ্যান : পেরু

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : লিনার্ট থাই (ভিভিভি-ভেনলো ও জার্মানি)।

ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল) : মোহাম্মদ সালাহ (লিভারপুল ও মিশর)।

Bootstrap Image Preview