Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে ২০ হাজার টাকায় সারবে ব্লাড ক্যানসার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


সাধারণত ধরন অনুযায়ী ব্লাড ক্যানসারের চিকিৎসা করা হয়। কখনো কখনো ওষুধ দিয়ে রোগ সারিয়ে তোলা যায়। আবার কখনো ক্যামোথেরাপি, অস্থিমজ্জা ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন পড়ে।

এটা আসলে পুরোটাই নির্ভর করছে, তার কোন ধরনের ক্যানসার, সেটা কোন পর্যায়ে রয়েছে এর ওপর। এটা কি মুখে খাওয়ার ওষুধেই নিরাময় হয়ে যাবে, না কি তাকে শিরাপথে ক্যামোথেরাপিতে যেতে হবে, এগুলোর ওপরে। এই পুরো বিষয়টি ধারণা করার পরই আমরা আসলে চিকিৎসা পদ্ধতিটা ঠিক করি। যেই সব ক্যানসার একেবারে প্রাথমিক অবস্থায় ধরা পড়ছে এবং যেগুলো মুখে ওষুধ খেয়ে ভালো হয়ে যাওয়ার মতো, এগুলোতে খরচ আসলে খুব কম হয়।

পুরো রোগটা নির্ণয় করতে এবং এর চিকিৎসা করতে খুব বেশি হলে ২০ থেকে ৩০ হাজার টাকা লাগবে। আর এর সঙ্গে আসে ওষুধের বিষয়। শুধু মুখে খেতে দেওয়ার ওষুধের ক্ষেত্রে মাসে ১২ থেকে ১৫ হাজার টাকার মতো লাগবে। অর্থাৎ কেউ যদি রোগ নির্ণয় পদ্ধতি থেকে শুরু করে ওষুধ খাওয়ার জন্য ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ করতে পারে, এতে অনেকাংশে, অনেক ক্যানসারকে পুরোপুরি নিরাময় করে দিতে পারি।

লেখকঃ ডা. মুনিম আহমেদ, রক্ত রোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Bootstrap Image Preview