Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে কমিউটার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত ১৫

নাজমুস সাকিব, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৮ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৮ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের ত্রিশালে কালিরবাজার ফাতেমানগর স্টেশন এলাকায় কমিউটার এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এসময় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা থেকে জামালপুর দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে কমিউটার এক্সপ্রেসের একটি ট্রেন। রাত পৌনে ৮টার দিকে যাত্রী উঠানো নামানোর জন্য ত্রিশালের ফাতেমানগর  স্টেশন থামে। ৫ মিনিট যাত্রা বিরতির পর ট্রেনটি ছাড়ার মাত্র ১শ' গজ যাওয়ার পর পরই দুটি বগি লাইনচ্যুত হয়। শোভন শ্রেণির ঞ বগিটি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। পরে ট্রেনের বগি উদ্ধার কাজে অংশ নেয় ময়মনসিংহ ও ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এ রিপোট লেখা পর্যন্ত ঢাকা থেকে ময়মনসিংহ অঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

ফাতেমানগর স্টেশন ত্রিশাল থানা সদর থেকে ১২ কিলোমিটার দুরে হওয়ায় ট্রেনের শত শত যাত্রীরা গন্তব্যে পৌছার যানবাহন সঙ্কটে ফলে চরম দুর্ভোগে পড়েন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উদ্দেশ্যে অনেকেই পায়ে হেটেই রওনা হন।

কমিউটার ট্রেনের পরিচালক মাসুদ মিয়া জানান, দুর্ঘটনার কারন এখনো সনাক্ত করা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, ট্রেনের বগি উদ্ধার কাজে ময়মনসিংহ ও ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

Bootstrap Image Preview