Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ নিহত, সড়ক অবরোধ

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৫ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৬ AM

bdmorning Image Preview


হাতিয়ায় যাত্রীবাহি জীপগাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী চৌমুহনী তবাকারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিহত হয়েছেন। এ সময় তার পিছে থাকা সহকর্মী আজিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নলচিরা- জাহাজমারা প্রধান সড়কের চৌমুহনী বাজারের উত্তরে খাদ্য গুদামের পাশ্বে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকাল ৯টার সময় চৌমুহনী তবাকারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসউদুল হক(৫৫) ও সহকর্মী প্রভাষক আরবী মাওলানা আজিজুর রহমান হোন্ডা যোগে মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে চৌমুহনী বাজারের উত্তরে খাদ্য গুদামের পার্শে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহি জীপ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাসউদুল হক ও মাওলানা আজিজুর রহমান (৪৫) গুরুতর আহতহয়। তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা মাসউদুল হককে মৃত ঘোষনা করেন। আজিজুর রহমানের অবস্থা আশংকাজনক। তাদের দুইজনের বাড়িহাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে। অধ্যক্ষ মারা যাওয়ার খবর শুনে মাদ্রাসার ছাত্রছাত্রীরা স্থানীয় চৌমুহনী বাজারে গাড়ীতে অগ্নিসংযোগ, বিক্ষোভ ও ভাংচুর করে।   

হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান সিকদার পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এসময় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

Bootstrap Image Preview