Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিউইয়র্কে যুবলীগের মিছিলে জ্বলন্ত সিগারেট নিক্ষেপ, গ্রেফতার ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৭ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৭ AM

bdmorning Image Preview


শেখ হাসিনার আগমণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যুবলীগের মিছিলে আতর্কিত হামল, জ্বলন্ত সিগারেট ও চেয়ার নিক্ষেপ করা নিয়ে যুবলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহবায়ক জামাল হোসেন এবং সেবুল মিয়াকে গ্রেফতারের সংবাদ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম গোপন রাখার শর্তে বলেন, ‘নেত্রী আসছেন, এজন্য শো-ডাউনের প্রতিযোগিতায় সামান্য একটু মারপিটের ঘটনা ঘটেছে। এটা কোন বিষয় নয়। আমরা পুলিশ স্টেশনে গিয়ে সকলকেই মুক্ত করে আনবো।

গত বুধবার রাত ১০টার পর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনের এ সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস  বলেন, ‘আমরা ভেতরে ছিলাম। বাইরে ওরা গন্ডগোল করেছে। এর বেশী কিছু জানি না।

নিউইয়র্কের পুলিশ প্রশাসন জানিয়েছে, ওই অফিসের দরজা ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। তবে আহত কাউকে হাসপাতালে নেয়ার কথা পুলিশের জানা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে যুবলীগের দুই গ্রুপের এই সংঘাতের সময় ভেতরে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং লুৎফুল করিম, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়াসহ নেতৃবৃন্দ।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ড. সিদ্দিকুর রহমান এই প্রতিবেদককে বলেন, ‘ভেতরে আমরা মিটিং করছিলাম। সে সময় বাইরে থেকে দরজায় ধাক্কা-ধাক্কি করা হয়েছে। দরজার কাঁচ ভেঙে গেছে। এ সংবাদ জেনে পুলিশ এসে কয়েকজনকে গ্রেফতার করেছে। এটা আইনের দেশ। আইন অনুযায়ী সবকিছু হবে।

উল্লেখ্য যে, তিন বছর আগে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি ভেঙে দিয়ে তারিকুল হায়দার চৌধুরীকে আহবায়ক করে ৬০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। আজ অবধি সম্মেলন হয়নি এবং কার্যকরী কমিটি গঠনের কোন উদ্যোগও নেয়া হয়নি। এ নিয়ে নেতা-কর্মীরা ক্ষুব্ধ এবং পাল্টা কর্মসূচি পালন করছেন জামাল-সেবুলের নেতৃত্বাধীন যুবলীগ। যুবলীগের তারিকুল গ্রুপিংয়ে মদদ রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতাদের-এমন অভিযোগ বহু পুরনো।

 

Bootstrap Image Preview