Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জমি নিয়ে সংঘর্ষে জেরে ছাত্রলীগ নেতা খুন

জাহিদ রিপন,পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২২ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৩ AM

bdmorning Image Preview


পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছে।

বুধবার রাতে সানকিপুর গ্রামে মৃধা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, একই গ্রামের মাওলানা আঃ সাত্তার মৃধা ও আঃরব মৃধাদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেড়ে বুধবার রাতে সত্তার মাওলানার ছেলে রাকিব হোসেন (২৪) কে একা পেয়ে রব মৃধা সহ অজ্ঞতনামা আরো চার পাঁচ জন হামলা করে।

এ সময় রাকিবের চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। গুরুত্বর আহত সুরমা বেগম, শিশু রিসান ও আইরিন আক্তার কে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পেরন করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Bootstrap Image Preview