Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুভেন্টাসের শুভ সূচনার দিনে রোনালদোর লাল কার্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৪ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৪ AM

bdmorning Image Preview


জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন সিআর সেভেন। অবশ্য প্রায় এক ঘণ্টা রোনালদোকে ছাড়া খেলেও ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারাল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। 

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রথম সুযোগটা অবশ্য পায় জুভেন্টাসই। কিন্তু রোনালদো কিংবা মানজুকিচ কেউই গোল করতে পারেননি। সাত মিনিটে স্যামি খেদিরার মিস হতাশা বাড়ায় জুভেন্টাসের। এরপর ৩০ মিনিটে জেইসন মুরিয়োকে বক্সে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন রোনালদো।

ম্যাচের ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের সেরা তারকা রোনালদো। নিজের ক্যারিয়ারে এটা রোনালদোর ১১তম লাল কার্ডের ঘটনা। তবে চ্যাম্পিয়নস লিগে এটাই তার প্রথম। এই কার্ডের ফলে ‘এইচ’ গ্রুপের পরের ম্যাচে প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার খেলা অনেকটই অনিশ্চিত হয়ে পড়েছে।

রোনালদো মাঠ ছাড়লেও তাতে অবশ্য ম্যাচের ভাগ্য বদল হয়নি। কিন্তু ১০ জনের জুভেন্তাসকে চেপে ধরে ভ্যালেন্সিয়া।বিরতির আগেই অবশ্য এগিয়ে যায় জুভেন্টাস। বক্সে কানসেলোকে ফাউল করেন দানিয়েল পারেয়ো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে জুভেকে এগিয়ে নেন মিরালেম পিয়ানিচ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন সেই পিয়ানিচ। কর্নারের সময় বক্সে লিওনার্দো বোনুচ্চিকে ফাউল করেন মুরিয়ো। ৫১ মিনিটে পেনাল্টি থেকে আবার নেতোকে ফাঁকি দিয়ে গোলের ঠিকানা খুঁজে নেন পিয়ানিচ। আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া স্প্যানিশ দলটি দ্বিতীয়ার্ধে প্রবল চাপে রাখে জুভেন্তাসকে।

ম্যাচের ইনজুরি টাইমে গাব্রিয়েল পাউলিস্তার মুখে দানিয়েল রুগানির কনুই লাগলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ভ্যালেন্সিয়া অধিনায়ক। পারেয়োর শট আটকে দেন ভয়চেখ।

Bootstrap Image Preview