Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নাইজেরিয়া কৃষিক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেক কিছু শিখতে পারে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৩ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৩ AM

bdmorning Image Preview


কূটনৈতিক প্রতিবেদক

নাইজেরিয়ার কৃষি ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী সিনেটর হ্যানিক্যান লোকপোবিরি বলেছেন, বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন অগ্রগতি সাধিত হয়েছে তা থেকে নাইজেরিয়ার অনেক কিছু শিখার আছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার কৃষিকে আরো সমৃদ্ধ করতে পারি।

দেশটিতে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান,এনডিসি,  ১৮ সেপ্টেম্বর তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

সাক্ষাতের শুরুতে হাইকমিশনার বাংলাদেশের কৃষিমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত অভূতপূর্ব সাফল্যে সমূহের ব্যাপারে অবগত করেন।

বিদ্যমান সম্পর্ককে আরো অর্থবহ করার জন্য উভয়পক্ষ দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কৃষিক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণের উপরে জোর দেন।

উল্লেখ্য, ২০ কোটি জনসংখ্যার দেশ নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত কৃষিক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক বর্তমানে নাইজেরিয়ার সরকারের বিবেচনাধীন রয়েছে। প্রতিমন্ত্রী বিষয়টি তরান্বিত করার জন্যে আশু পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

হাইকমিশনার শামীম আহসান বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'নীরব বিপ্লব'র কথা উল্লেখ করে এক্ষেত্রে বাংলাদেশী কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত নানাবিধ ধানের বীজের অবদানের কথা তুলে ধরেন। ভৌগিলিকভাবে ক্ষুদ্র আয়তনের ১৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশ কিভাবে বর্তমান সরকারের দূরদর্শী নীতির কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তা জেনে মন্ত্রী অত্যন্ত উৎসাহিত বোধ করেন এবং কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাইজেরিয়া প্রভূত উপকৃত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশের হাইকমিশনার নাইজেরিয়াতে অনুষ্ঠিতব্য ‘Agritech Nigeria 2018   (২০-২২ নভেম্বর ২০১৮)-তে বাংলাদেশের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, যে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্যান্যরা কৃষিক্ষেত্রে বাংলাদেশের যুগান্তকারী সাফল্য সম্পর্কে ধারণা লাভে সক্ষম হবেন। বৈঠক শেষে হাইকমিশনার নাইজেরিয়ার কৃষি প্রতিমন্ত্রীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত The Unfinished MEMOIRS এর একটি কপি উপহার দেন।

হাইকমিশনের হেড অফ চ্যান্সারি মোহাম্মদ শাহ ইকরামুল হকও এ সময় উপস্থিত ছিলেন।  

Bootstrap Image Preview