Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, ডিসেম্বার ২০২২ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশী সুমন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৮ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৮ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় এক কৃষ্ণাঙ্গের গুলিতে আহত প্রবাসী বাংলাদেশী সুমন (৪০) মৃত্যুবরণ করেছেন। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার সময়  দক্ষিণ আফ্রিকার পোস্তোরাজে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন বাংলাদেশি এই ব্যবসায়ী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

উল্লেখ্য,  গত ৩ মাস আগে জোহান্সবারগের জার্মিস্টান শহরের ব্যবসায়ী সুমনের দোকানে এক স্থানীয় কৃষ্ণাঙ্গের সাথে খুচরা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ঐ কৃষ্ণাঙ্গ ক্ষিপ্ত হয় এবং বাসা থেকে পিস্তল এনে সুমনকে উদ্দেশ্য করে গুলি করে। এতে সুমন গুলিবিদ্ধ হয়।

গুরুতর অবস্থায় তাকে পোস্তরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অবশেষে মঙ্গলবার দুপুরে সবাইকে শোকের মাতমে ভাসিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে চির বিদায় নিয়ে চলে গেছেন না ফেরার দেশে। নিহত সুমন গত ৩ বছর পূর্বে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা আসেন।    

নিহত সুমনের দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নাটেস্বর গ্রামে। তার পিতার নাম- মৃত মমিন আলি ও মাতা মৃত সাদিয়া বেগম। তিনি  সেনবাগ উপজেলার সাংসদ ও বেসরকারি টেলিভিশন আরটিভি’র চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম চৌধুরীর ছোট বোনের ছেলে।

জানা যায়, এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার নিহতের মরদেহ দেশে পাঠানো হবে।     

Bootstrap Image Preview