Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:০১ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:১২ PM

bdmorning Image Preview


ওয়াহিদ সোহান, মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার জহরবারুতে মোঃ মহিউদ্দিন মামুন (৪০) নামে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুধু কারাদণ্ডই নয় ৩০ হাজার রিঙ্গিত সমপরিমাণ বাংলাদেশি ৬ লাখ টাকা দুটি বেত্রাঘাত (রতান) এর রায় দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ১৪টি পাসপোর্ট এবং টুরিস্ট ভিসার অপব্যবহারের অভিযোগে ১৭ সেপ্টেম্বর এ রায় দেন জজ জাহিদাহ মোহাম্মদ ইউসুফ। পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এর সেকশন ১২ (১) (চ) এর অধীনে অন্যান্য ব্যক্তিদের ১৪টি পাসপোর্ট রাখার দায়ে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯ (খ) এর অধীনে একজন ভিজিটর পাসের অপব্যবহারে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এর ধারা ৫৬ (১ এ) (এ) এর তাকে জেল জরিমানা করা হয় মহিউদ্দিন মামুনের বিরুদ্ধে।

মহিউদ্দিনকে ২৭ আগস্ট  জালান ওয়ং আহ ফুক, জোহর বারুতে ভাড়াটে বাড়ী  থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ইমিগ্রেশন অফিসারকে লাঞ্ছিত করে মহিউদ্দিন।

প্রসিকিউশন ইমিগ্রেশন ডেপুটি সহকারী পরিচালক নরজুরিয়ান মোহাম্মদ নূর মামলা পলিচালনা করেন।

Bootstrap Image Preview