Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাঙালিদের নাগরিকত্বের বিরোধিতায় সিন্ধুর মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০১ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশি আফগান বংশোদ্ভুতদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি করাচির এক সমাবেশে রবিবার ঘোষণা দেন কিন্তু এই নাগরিকত্ব দেয়ার বিরোধিতা করেছেন সিন্ধুর প্রাদেশিক সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সাইদ গনি

সাইদ গনি বলেছেন, আফগান বাঙালি শরণার্থীদের নিয়ে যদি প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্বেগ-উৎকণ্ঠা থাকে তাহলে তিনি তাদের বাসায় নিয়ে তুলুন

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)- এই নেতা বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানবনি গালাএলাকার নিজের বাড়ির দরজা শরণার্থীদের জন্য খুলে দিতে পারেন

পিপিপি আরেক সিনিয়র নেতা তাজ হায়দারও প্রধানমন্ত্রী ইমরানের ওই ঘোষণার সমালোচনা করেছেন

প্রসঙ্গত, পাকিস্তানে প্রায় ২৮ লাখ বাঙালি এবং ১৪ লাখ আফগান বাস করেন তাদের অধিকাংশই সিন্ধু প্রদেশের করাচিতে বসবাস করেন এদের অনেকেরই জন্ম পাকিস্তানে হলেও পাসপোর্ট বা পরিচয়পত্র না থাকায় তারা শিক্ষা চাকরিতে বঞ্চনার শিকার হন

এর আগে ইমরান বলেন, অনেক আফগান এবং বাঙালি গত ৪০ থেকে ৫০ বছর ধরে এখানে বসবাস করছেন এখানে তাদের ছেলে-মেয়েদের জন্ম হয়েছে ইনশাআল্লাহ আমরা তাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট দিতে পারব

বাঙালি আফগান নাগরিকদের জাতীয়তার অনুমোদন দিয়ে প্রাদেশিক আইন এবং অধ্যাদেশ যুক্ত করা হবে আর এখানে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিকেই

Bootstrap Image Preview