Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাতুরিয়া চব্বিশ পরগনা রাজা গণেশের স্মৃতি বিলুপ্তি পথে

জসিমউদ্দিন (ইতি), হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৬ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৬ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও জেলা থেকে ৬০ কি.মি দূরুত্বে অবস্থিত হরিপুর উপজেলা। এই উপজেলা থেকে প্রায় ৭ কি.মি দূরত্বে ভাতুরিয়া রাজা গণেশের ঐতিহ্য ও নিদর্শনসমূহ। এখান থেকে মাত্র ১-২ কি.মি দূরত্বে ভারত সীমান্তে কাটাতারের বেড়া। তার শাসনকাল ছিল ১৪১৪ খ্রিঃ থেকে ১৪১৫ খ্রিঃ পর্যন্ত। পরবর্তীতে রাজা গণেশের পত্র যুদু মিঞা ওরফে জালালউদ্দিন এর হস্তক্ষেপে ২৪ পরগনায় ইসলাম ধর্ম প্রচার ও সম্প্রসারণ ঘটে। তার শাসন আমল থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ শত বছর অতিবাহিত হতে চলেছে।

অথচ এ সময়ের মধ্যে সরকারি ভাবে কখনই রাজা গণেশের বসতভিটা, গড়, পুকুর ও নদের সংস্কার বা রক্ষানাবেক্ষনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। শুধু ইতিহাসের পাতার মধ্যেই সীমাবদ্ধতা রয়েছে। সীমান্তবর্তীর এলাকায় এর অবস্থান হওয়ার কারণে এটি সরকারের দৃষ্টিতে পড়ছে না। প্রায় ৫০ একর জমিতে রয়েছে রাজা গণেশের বাড়ি, নদ ও পুকুর। কালের বিবর্তনে এখন তার বাড়ির ভিটারও অস্থিত্ব খুজে পাওয়া দূস্কর হয়ে পড়েছে।

এখানে একটি বিশাল গড় রয়েছে। এতে রয়েছে বিভিন্ন প্রজাতি বনজ ফলজ ও ঐসধি গাছসহ অনেক নিদর্শন। রাজা গণেশের বাড়ির দুপাশে দুটি নদ ছিল। এ নদের উৎপত্তি ছিল কুলিক নদী থেকে। সেগুলোও ভরাট হয়ে গেছে। এ নদ দুটি সংস্কার করে পূনরুজ্জীবিত করলে কৃষিখাতে ব্যাপক সাফল্য ঘটবে। গড়ের পাশে ত্বন্নীদিঘী নামারে ১০ একরে বিশাল পুকুর,পুকুরটির চতুর পার্শ্বে ৭৫ ফিট প্রস্ত বিশিষ্ট মাটির প্রাচির দ্বারা ঘেড়া ছিল। সংস্কারের অভাবে শুষ্ক মৌসুমে পুকুরের পানি থাকে না। এই পুকুরে চতুর পাশ্ব দিয়ে রাজার ঘোড়া দৌড়ের প্রশিক্ষন দিত বলে জানা গেছে। পুকুরের মধ্যে এক অংশে অলৌকিক একটি বিশাল শাল কাঠের খুটিঁ এখনও বিদ্যমান রয়েছে এর পিছনে রয়েছে অনেক অলৌকিক ঘটনার কল্প কাহিনী। পুকুরের পূর্বপাড়ে রয়েছে শাহাজালাল কুতুবে আলম পীরের মাজার।

মাজারের সংলন্ম বর্তমানে রয়েছে বিশাল এক কবরস্থান। এলাকার বৃদ্ধ লোকেরা বলছে, স্বাধীনের আগে থেকে আমাদের বাবদাদারা মৃত স্বজনদের কবর দিত এখানে এবং আমরা তাদের ওয়ারিশ সুত্রে আমাদেরও মৃত আত্বীয়-স্বজনদের বর্তমান কবর দিচ্ছি। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকার কয়েকটি গ্রাম মিলে প্রায় ৩০ হাজার লোকের মৃত আত্বীয়-স্বজনদের কবর দিচ্ছি। সেই কবর স্থানের বর্তমান নামকরণ করা হয়েছে তন্নিদিঘী পারিবারিক কবরস্থান। কবরস্থানের পূর্ব-দক্ষিণে প্রায় ৩শত গজ দূরে রয়েছে শাহা তিসতিয়া পীরের মাজার। কবরস্থানের পূর্বে রয়েছে প্রাচীনতম অজ্ঞাত নামা একটি কবর, কবরস্থানের দক্ষিণ-পূর্বে রয়েছে আরো একটি প্রাচীনতম কবর যা আজও বিরাজ মান। ১৯৯০ সালে ঐ পুকুর পাড়ে ৩৮টি পরিবারে নিয়ে একটি গুচ্ছগ্রাম তৈরি করে সরকার। এসময় থেকে উক্ত পুকুরটি তাদের দখলেই রয়েছে।

৬নং ভাতুরিয় ইউপি চেয়ারম্যান শাহাজান সরকার বলেন, রাজা গণেশের ইতিহাস আমরা পাঠ্য বইতে পড়েছি। পড়ে জানতে পাড়ি আমাদের এই গ্রামে তার বাড়ি এটা আমাদের সবার গর্ব। রাজা গণেশের প্রাচীনতম ইতিহাস তার বাড়ি ও গড়সহ সব কিছুই রক্ষানাবেক্ষনের দায়িত্ব আমাদের এবং সরকারের। এখানে অনেক মহামূল্যবান সম্পদ থাকার কথা। কিন্তু এসকল বিষয়ের দেখভালের কেউ না থাকায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগামী নতুন প্রজন্ম শুধু মুখেই শুনবে কিন্তু বাস্তবে তার চিহ্ন খুজে পাবে না। রাজা গণেশের কারণে আমরা ইতিহাসে পরিচিত হয়েছি। তার নিদর্শনগুলোর সংরক্ষণ করা দরকার। এটি একটি পর্যটন কেন্দ্র হতে পাড়ে এতে সরকারের রাজস্ব্য আয় বাড়বে।    

Bootstrap Image Preview