Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সচেতনতা ফিরবে কবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪ PM

bdmorning Image Preview
ছবি : আবু সুফিয়ান জুয়েল


রাজধানীতে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। এর মধ্যে পথচারীদের অসচেতনতা অনেকটাই দায়ি।  মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপারের মতো নানারকম শৃঙ্খলা ভঙ্গের চিত্র প্রতিনিয়তই চোখে পরে। আর এসব থেকেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

রাজধানীর ব্যস্ততম এলাকা পুরানা পল্টন মোড়ের চার পাশের কোনো পাশেই নেই ফুটওভারব্রিজ বা জেব্রা ক্রসিং। বিষয়টি নিয়ে সিটি করপোরেশন কিংবা ট্রাফিক বিভাগকে এখনো কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে এলামেলোভাবে রাস্তা পারাপারে একদিকে যেমন পথচারীদের ঝুঁকি অন্যদিকে পরিবহনগুলোর স্বাভাবিক চলাচল বিঘ্ন হচ্ছে। 

পুরানা পল্টনের গুলিস্থানমুখী এই সড়কে কোনো ফুটওভার ব্রিজ না থাকায় এলোমেলোভাবে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এতে ছোট বড় পরিবহনগুলোর চলাচলে অসুবিধা হচ্ছে। ট্রাফিক পুশিশের প্রচেষ্টা থাকলে তা বিফলে যাচ্ছে। ছবি : আবু সুফিয়ান জুয়েল।

ব্যাস্ততম এই রাস্তায় অসচেতন হয়ে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছেন এক পথচারী। ছবি : আবু সুফিয়ান জুয়েল।

শুধু মেবাইল ফোনেই শৃঙ্খলা ভঙ্গ নয়। এভাবে ফুটপাথ দিয়ে নিয়ম ভঙ্গ করে মোটরসাইকেল চালাচ্ছিলেন এক ব্যক্তি। ফলে পথচারীদের সাময়িক ভোগান্তিতে পরতে হয়।  ছবি : আবু সুফিয়ান জুয়েল।

খুব স্বাচ্ছন্দেই ফোনে কথা বলে রাস্তা পার হচ্ছিলেন এই ব্যাক্তি। কিন্ত একটু অসচেতনতার ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবি : আবু সুফিয়ান জুয়েল।

দ্রুত গতির বাস উপেক্ষা করে রাস্তা পার হচ্ছিলেন এই ব্যাক্তি। সাথে মুঠোফোনে কথা বলছিলেন। এর ফলে পরিবহনের গতি বাধাপ্রাপ্ত হয়। এছাড়া দুর্ঘটনাও ঘটে থাকে এমন পরিস্থিতিতে। ছবি : আবু সুফিয়ান জুয়েল।

Bootstrap Image Preview