Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনেই চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৫ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৫ PM

bdmorning Image Preview


রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ পূর্ব কুচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি খূবই ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে। আতঙ্কের মধ্যদিয়ে চলছে স্কুলের পাঠদান কার্যক্রম। ভবন ধসে পড়ে যাওয়ার ভয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি দিনদিন কমে যাচ্ছে। অভিভাবকগণ তাদের সন্তানদের স্কুলে পাঠানো প্রায় বন্ধ করেই দিয়েছেন। যে কোন মুহুর্তে স্কুলটির ছাদ ভেঙে কোমলমতি শিশুদের প্রাণহানি ঘটতে পারে।

জানা যায়, উপজেলার সিংরইল ইউনিয়নে রতন বাজারের পাশে ১৯৩৫ সনে ৫১ শতাংশ ভূমিতে প্রতিষ্ঠিত এই দক্ষিণ পূর্ব কুচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। জমিদাতা সদস্য মরহুম ছমির উদ্দিনের সহযোগিতায় প্রথমে টিলেন ঘরেই চলত শিক্ষার্থীদের পাঠদান। পরে ১৯৯৩-৯৪ অর্থ বছরে একতলা বিশিষ্ট একটি পাকা ভবন নির্মিত হয়। আর তাতে ৪টি ছোট-বড় রুম নিয়েই চলছিল শিক্ষাদান। ২৭৫ জন ছাত্রছাত্রী এখানে শিক্ষাগ্রহণ করছে এখানে। সময়ের সাথে সাথে ২৩ বছরে স্কুল ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে।

সরজমিন দেখা যায়, স্কুল ভবনের ছাদ ও দেওয়ালে ফাটল ধরেছে। লোহার দরজা-জানালাগুলো সংযুক্তিহীন হয়ে পড়ায় নেই কোন নিরাপত্তা। দেওয়ালের প্লাস্টার উঠে মরিচাযুক্ত রডগুলো বাইরে বেরিয়ে এসেছে। প্রায়ই স্কুলের ছাদের প্লাস্টার বড়বড় অংশে ধসে পড়ছে রুমের ফ্লোরে। এতে ছাত্রছাত্রীর আহতের ঘটনাও ঘটেছে। তাই ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে অনেক ছাত্রছাত্রী।

শুধু তাই নয় বিদ্যালয় ভবনের বারান্দার পাকা খুটিগুলোতে ফাটল ধরেছে। প্লাস্টার ও ইট ক্ষয়ে পড়ছে। বৃষ্টি হলেই ফাটল দিয়ে পানি পড়তে শুরু করে। বর্তমানে স্কুলটি মেরামতেরও অযোগ্য হয়ে গেছে। যে কোন মুহুর্তে ভূমিকম্পে বা মেয়াদউর্ত্তীণ হওয়ায় ধসে পড়তে পারে স্কুলটি।

স্থানীয় অভিভাবকগণ বলেন, স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য বারবার রাজনীতিবিদসহ সরকারি কর্মকর্তাদের বলা হয়েছে। তবুও নতুন স্কুল স্থাপন বা কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা আক্তার জানান, স্কুলের পুরাতন জনাজীর্ণ ভবনের বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দফতরে অবহিত করার পরেও কোন কাজ হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক বলেন, বিষয়টি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করলেও এই স্কুলটিতে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। যে সমস্ত বিদ্যালয়ে বিদ্যালয় ভবনের প্রয়োজন নেই সে সমস্ত বিদ্যালয়ে নতুন ভবন তৈরী হচ্ছে। এ ব্যাপারে অনতি বিলম্বে অত্র বিদ্যালয়ে নতুন ভবন স্থাপনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Bootstrap Image Preview