Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অব্যাহত নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত কুড়িগ্রামের শতাধিক চরগ্রাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩২ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৭ AM

bdmorning Image Preview


ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের নদী অববাহিকার প্রায় ২৫টি ইউনিয়নের শতাধিক চরগ্রাম প্লাবিত হয়েছে।

লোকালয়ে পানি প্পারবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় চার হাজার পরিবারের ২০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলার পানি অপরিবর্তিত থাকলেও ব্রহ্মপুত্রে ২৫ সেন্টিমিটার, দুধকুমারে ৩৭ সেন্টিমিটার এবং তিস্তায় ছয় সেন্টিমিটার পানি বেড়েছে। ধরলা নদীর পানি বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

নদ-নদী অববাহিকার ২৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই গবাদি পশুসহ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। এই বন্যার ফলে এলাকার এক হাজার হেক্টর আমন ক্ষেতসহ অন্য ফসল পানিতে তলিয়ে গেছে।

পানি বাড়ার সাথে সাথে সদর উপজেলার সারোডাব, ভোগডাঙা, উলিপুরের থেতরাই, ফুলবাড়ীর শিমুলবাড়ি, চিলমারীর জোড়গাছসহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত ২৪ ঘণ্টায় গৃহহীন হয়ে পড়েছে এসব এলাকার ৪০টি পরিবার।

 

Bootstrap Image Preview