Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজাপুরে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪০ PM

bdmorning Image Preview


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল এ অভিযান পরিচালনা শুরু করেন।

রাজাপুর সদরের উপজেলা সড়ক, বাদুরতলা সড়ক ও বাইপাস সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ ও ফুটপাতে নির্বিঘ্নে চলাচলে বিঘ্ন ঘটানো সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, দুই দিন আগে স্থানীয় সকল দোকান মালিকদের ২৪ ঘণ্টার মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়। ফুটপাত দিয়ে যাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা সহজেই চলাচল করতে পারে এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে এ অভিযান করা হয়েছে।

স্থানীয় জনসাধারণের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে উপজেলায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

এ সময় রাজাপুর থানার ওসি মো. শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview