Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, জুন ২০২২ | ১৩ আষাঢ় ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

সৌদি নারীর সঙ্গে ভাগাভাগি করে নাশতা খাওয়ায় যুবক গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


সৌদি আরবে নারী সহকর্মীর সঙ্গে মিশরের এক যুবকের নাশতার ভিডিও নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিও দেখে সৌদি কর্তৃপক্ষ বলছে, নারী সহকর্মীর সঙ্গে নাশতা করা ‘আপত্তিকর’।

এ ঘটনার পর মিশরীয় ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ডেস্কে বসে সহকর্মীর সঙ্গে ভাগাভাগি করে নাশতা খাচ্ছেন ও মজা করছেন ওই যুবক। ওই নারী নিকাব পরা ছিল। শুধুই তার চোখ দেখা যাচ্ছিল। মেয়েটি তাকে খাবার মুখে তুলে দিচ্ছিল।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ছড়িয়ে পড়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে। ৩০ সেকেন্ডের ভিডিওটির যে দৃশ্যটি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানানো হয়েছে তা হচ্ছে, মিশরীয় যুবকের মুখে খাবার তুলে দিচ্ছেন সৌদির ওই নারী।

ভিডিওটি রক্ষণশীল সৌদি সমাজে সমালোচনার ঝড় তোলেছে। সরকারি কৌঁসুলিরা সৌদি সমাজের মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শ্রম মন্ত্রণালয় গত রবিবার এক বিবৃতিতে জানায়, ‘আপত্তিকর এই ভিডিও প্রকাশের পর জেদ্দার ওই প্রবাসী ব্যক্তিকে আটক করা হয়েছে।'

স্থানীয় গণমাধ্যম বলছে, ওই ব্যক্তি মিশরের নাগরিক।

শ্রম মন্ত্রণালয় আরও বলেছে, কর্মক্ষেত্রে নারী-পুরুষের আচরণসংক্রান্ত নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় হোটেলের মালিককে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, সৌদিতে নারী-পুরুষদের মধ্যে খুব কঠোর নিয়ম বজায় রেখে চলতে হয়। কাজের ক্ষেত্রে এবং অনেক রেস্তোরাঁয় নারী-পুরুষরা ঘনিষ্ঠ হতে পারে না। তাদেরকে একে অপর থেকে দূরে পৃথক স্থানে বসতে হয়। পুরুষ অভিভাবক ছাড়া সৌদি নারীদের এখনো বিভিন্ন স্থানে যাওয়া নিষেধ।

Bootstrap Image Preview