Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশিদের জন্য ১০ বছরের ভিসার ব্যবস্থা করছে আরব আমিরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview


বাংলাদেশিসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের ভিসার ব্যবস্থা করছে আরব আমিরাতের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এর আগে চলতি বছরের জুনে দীর্ঘমেয়াদি ভিসা দেয়ার ঘোষণা দেয় দেশটি।

জানা গেছে, আমিরাতের রিয়েল এস্টেট কোম্পানি ‘এমার প্রোপার্টিজ’ তাদের নির্মাণাধীন ছয়টি আবাসন প্রকল্পে বিদেশি ক্রেতাদের ১০ বছরের বিনিয়োগকারী ভিসা দেয়ার পরিকল্পনা করছে।

মঙ্গলবার দেশটির আরবি ভাষার দৈনিক আল বায়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমার প্রোপার্টিজের নির্মাণাধীন ছয়টি প্রকল্পের মধ্যে দুবাইভিত্তিক গ্রীক হার্বর ও ডাউনটাউন দুবাই প্রকল্পের ক্রেতাদের জন্য প্রাথমিকভাবে ১০ বছরের বিনিয়োগকারী ভিসা দেয়া হবে।

এই ভিসা দেয়া হবে আবাসন প্রকল্পের ক্রেতা ও তাদের পরিবারের সদস্যদের। বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগকারী আকর্ষণে গত জুনে আমিরাত সরকারের দেয়া ভিসা ঘোষণার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমার প্রোপার্টিজ বলছে, সম্পত্তি নিবন্ধন ফি’র ৪ শতাংশ কোম্পানির পক্ষ থেকে পরিশোধ করা হবে। এছাড়া প্রকল্পে বিনিয়োগ শুরুর তিন বছর পর স্থায়ীভাবে সম্পত্তি হস্তান্তর করা হবে।

Bootstrap Image Preview