Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের তেলেঙ্গানায় বাস দুর্ঘটনায় শিশুসহ ৪৫ তীর্থযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৬ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview


ভারতের তেলেঙ্গানায় রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ অন্তত ৪3 জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে তেলেঙ্গানার জাগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে শনিভারাপেত গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আরেক ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এছাড়া উদ্ধার কাজ অব্যাহত থাকায় নিহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি ৭০ জন তীর্থযাত্রীসহ জাগতিয়াল থেকে কোন্ডাগাটুতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উপত্যকা থেকে মৃতদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনায় আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তীর্থযাত্রীসহ পাহাড় চূড়ার শ্রী অঞ্জনেয়া স্বামী নামের একটি মন্দির থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Bootstrap Image Preview