Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডোমারে ২ গ্রুপে সংঘর্ষ, গ্রেফতার ৬

তোজাম্মেল হোসেন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


নীলফামারীর ডোমারে অটোরিক্সার চাঁদা তোলাকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্য, উভয় পক্ষের মামলায় গ্রেফতার ৬।

উপজেলা যুবলীগের সম্পাদক আমিনুল ইসলাম রিমুনের নেতৃত্বে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন, রেজিঃ নং-১৯৯৮ নামে সংগঠনটি ৭শত জন সদস্য নিয়ে দীর্ঘ ৮ বছর যাবত পরিচালনা করে আসছে।

অপরদিকে পৌর আ’লীগের সম্পাদক ময়নুল হক মনু গত ৪ মাস পূর্বে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, রেজিঃ নং-এস- ১১৩৮৭ সংগঠনটি নিয়ে আসে। এ নিয়ে ২ সংগঠনের শ্রমিকরা বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। এরই জের ধরে শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে বোড়াগাড়ী ব্রীজে চাঁদা তোলা নিয়ে গণ্ডগোল হয়।

সোসাইটির সভাপতি ও পৌর আ”লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু জানান, ফেডারেশনের লোকজন দীর্ঘদিন থেকে অটোরিক্সা থেকে চাঁদা তুলে আসছে। আমার চাঁদা না দেওয়ায় তারা শ্রমিকদের পরিচয়পত্র কেড়ে নিয়ে ছিড়ে ফেলে। তারই প্রতিবাদে শনিবার তারা ধর্মঘটের ডাক দেয়।

এ সময় উভয় পক্ষের হাতাহাতি হয় এবং আমাদের পৌর আ”লীগের অফিস ভাংচুর করে বলে অভিযোগ করে।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম রিমুন জানান, আমাদের লোকজন কোন চাঁদা তুলছে না,বরং তারাই চাঁদা তুলছে। আমাদের শ্রমিকরা চাঁদা না দেয়ায় তাদের মারধর করেছে এবং পৌর আ'লীগের সম্পাদক ময়নুল নিজেই উপস্থিত থেকে অফিস ভাংচুর করে আমাদের উপর দায় চাপাচ্ছে।

প্রথমদিন ময়নুল গ্রুপের সদস্য আঃ সাত্তার বাদী হয়ে থানায় ১১ জনকে আসামী করে মামলা নং-০৫, তারিখ-০৮/০৯/১৮ দায়ের করেন। তাদের মধ্যে ফারুক, রশিদুল, মোঃ আলী নামে ৩জনকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে রিমুন গ্রুপের ফেডারেশনের সম্পাদক মশিয়ার রহমান বাদী হয়ে অপর গ্রুপের ১৩ জনকে আসামী করে মামলা নং-০৬, তারিখ-০৯/০৯/১৮ দায়ের করেন। তাদের মধ্যে লাভলু, মোজাফ্ফর, জহুরুল নামে ৩ জনকে গ্রেফতার করে পরদির রবিবার (৯ সেপ্টেম্বর) গ্রেফতাকৃত ৬ আসামীকে আদালতের মাধ্যমে জেলা গারাগারে পাঠায় পুলিশ।

থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে উভয় পক্ষের মামলা নিয়ে ৬ জনকে গ্রেফতার করেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview