Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২২ | ১৪ আশ্বিন ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

হেলমেট ছাড়াই চলন্ত মোটরসাইকেলে ফেসবুক লাইভ, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview


সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কথা শোনা গেলেও এবার সামনে এলো ফেসবুক লাইভে মর্মান্তিক দুর্ঘটনার খবর। মাথায় হেলমেট ছাড়াই ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছিল এক কিশোর। তার পেছনে বসে আরেক কিশোর শুরু করে ফেসবুক লাইভ। সেখান থেকেই বাইক দুর্ঘটনায় মারা যায় প্রিন্স জিসান নামের ওই কিশোর। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মোটরসাইকেলচালক সামিরুল ইসলাম।

গতকাল রবিবার স্থানীয় সময় রাতে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ানে এ ঘটনা ঘটে।

এদিকে ফেসবুকে প্রিন্স জিসান নামের আইডি থেকে লাইভে যাওয়া ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, লাইভে থাকা অবস্থাতেই একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে জিসান ও তার বন্ধু সামিরুল। পরে সেখান থেকে বাইক চালানোর সময় ডাকবাংলো মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের মোটরসাইকেলটি। একটি লরিতে সজোরে ধাক্কা দেয় দিলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় জিসানের।

পুলিশ ধারণা করছে, ফেসবুক লাইভে ব্যস্ত ও হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর কারনেই দুর্ঘটনা ঘটেছে

Bootstrap Image Preview