Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় একযোগে উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকায় নির্ধারিত স্থানে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার ৭শ এগার জন দরিদ্র মানুষ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রতিমাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে।

সকালে আমজানখোর ইউনিয়নের হরিণমারী বাজারে বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই এলাকার তদারকি কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, ডিলার আশরাফুল হক, ০১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাহাজত আলী উপস্থিত ছিলেন। 

উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন চাল বিক্রি কার্যক্রম পরিদর্শনের সময় বলেন, চাল বিতরণে শুরু হওয়ার পর থেকে ক্রেতার সুবিধার্থে তদারকি কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রতিটি ইউনিয়নের এলাকায় উপস্থিত হয়ে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন, চালের ওজন সঠিক যাচাইকরণ এবং চালের মান যাচাই করছি।

Bootstrap Image Preview