Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন; সতর্ক থাকার পরামর্শ 

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৬ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৬ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে।  গতকার রবিবার রাত ৯টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি প্রতিদেবককে মুঠোফোনে বলেন, বিকালে মোবাইল ক্লোন করে উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের সচিবকে দু'বার ফোন দিয়েছিল বলে ইউপি সচিব আমাকে জানিয়েছে। এছাড়াও কয়েকদিন আগে আমার পাশে থাকাবস্থায় আমার গাড়ী চালক রায়হানকে ফোন দিয়েছিল বলে তিনি জানান।

সকলকে সতর্ক থাকার পাশাপাশি এ বিষয়ে তিনি স্থানীয় থানায় জিডিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন রক্ষাকারী বাহিনীর সহায়তা নেবেন বলে জানিয়েছেন।

ধনতলা ইউনিয়ন পরিষদের সচিব এমএ মান্নান প্রতিবেদক বলেন, বিকালে আমার ফোনে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন থেকে দু'বার ফোন আসলে আমি রিসিভ করিনি। পরে জানতে পারি যে, নাম্বারটি ক্লোন করে আমার ফোন করা হয়েছি।  

Bootstrap Image Preview