Bootstrap Image Preview
ঢাকা, ১৫ সোমবার, আগষ্ট ২০২২ | ৩১ শ্রাবণ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

নেদারল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের শ্বাসরুদ্ধকর জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৫ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৫ AM

bdmorning Image Preview


 বিশ্বকাপ ফাইনালে জয়ের পর ফের জয়ের মুখ দেখল ফ্রান্স। উয়েফা নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে জয় পেল তারা। প্রথম ম্যাচে জার্মানির বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে নেদারল্যান্ডসকে হারাল লেস ব্লুজরা।

রোববার উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় সূচক গোলটি আসে তার পা থেকে। এছাড়া কিলিয়ান এমবাপে করেন একটি গোল। এই দুইজনের গোলে ডাচদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসের হয়ে একমাত্র গোলটি করেন রায়ান বাবেল।

এদিন শুরু থেকেই চাপ বাড়াতে থাকে ফরাসিরা। প্রথমার্ধ প্রায় পুরোটাই ফ্রান্স। যার ফল ম্যাচের ১৪ মিনিটে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় এমবাপের গোলে লিড ফ্রান্সের। প্রথমার্ধে সুযোগ আসলেও ব্যবধান অবশ্য বাড়েনি।

তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেড়িয়ে আসে নেদারল্যান্ডস। যার ফল ৬৭ মিনিটে তাদের হয়ে সমতা ফেরান বাবেল। এই সময় কিছুটা আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি নেদারল্যান্ডসের কামব্যাক। মিনিট সাতেকের মধ্যেই ফ্রান্সের বাঁজামাঁ মাঁদির বাড়ানো ক্রস থেকে জয়সুচক গোল অলিভার জিরুর।

Bootstrap Image Preview