Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্রিটেনে নেতিবাচক আচরণের শিকার বাংলাদেশিরা

আন্তর্জাতিক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২০ PM

bdmorning Image Preview


বাংলাদেশি প্রবাসীরা যুক্তরাজ্যে নেতিবাচক আচরণের শিকার হচ্ছেন। জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী ঘটনার কারণে এমন আচরণের শিকার হতে হচ্ছেন তারা।

যুক্তরাজ্যভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান কমরেস পরিচালিত এশিয়ান নেটওয়ার্ক সম্প্রতি একটি জরিপ করেন। সেখানেই এসব তথ্যে উঠে এসেছে। তবে বাংলাদেশি ছাড়াও এ তালিকায় রয়েছেন শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশরাও।

যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী ২ হাজার ২৬ জনের মতামতের ভিত্তিতে এই জরিপ করা হয়। জরিপে বাংলাদেশ, শ্রীলংকা, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশে জন্ম এমন লোকজনের মতামত নেওয়া হয়।

সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় দেশটিতে বসবাসকারী বাংলাদেশি নাঈমুর জাকারিয়া রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। জরিপের তথ্য এরকম একটা সময়ে প্রকাশিত হওয়ায় ব্রিটেনে নতুন করে নেতিবাচক রূপে চিত্রিত হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিরা।

জরিপের তথ্যেমতে- বাংলাদেশিসহ এক-তৃতীয়াংশ লোক মনে করেন, তারা নন-এশিয়ান অন্যান্য সকল কমিউনিটির তুলনায় খারাপ আচরণের শিকার হচ্ছেন।

জরিপ মতে- ৫৯ শতাংশ লোক বলেছেন, তারা অশোভন আচরণের শিকার হচ্ছেন। ৫৩ শতাংশ মনে করেন তারা অনর্থক সন্দেহের লক্ষবস্তুতে পরিণত হচ্ছেন।

ব্রিটিশ বাংলাদেশি সমাজকর্মী ও সাবেক কমিউনিস্ট নেতা নুরুর রহিম নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্রিটেনে জঙ্গিবাদের মূল হোতা পাকিস্তানিরা। কিন্তু এখন কৌশলে তারা নেপথ্যে চলে গেছে। আর ব্রিটিশ বাংলাদেশিরা বলির পাঁঠা হচ্ছেন। গুটিকয়েক বাংলাদেশির কারণে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যদি সন্দেহের শিকার হয় সেটা উদ্বেগজনক।

ব্রিটেনে বসবাসরত বেশ কয়েকজন বাংলাদেশি বলছেন, ব্রিটেনে বাংলাদেশিদের অর্জন অস্বীকারযোগ্য নয়। বেশ কয়েকজন বিপথগামী লোকের জন্য আমাদের সকল অর্জন ম্লান হয়ে যেতে পারে না।

Bootstrap Image Preview