Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'ইউরিনাল স্টোন’ যুক্তরাষ্ট্রের হাসপাতালে মোমেন

আন্তর্জাতিক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৪ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৪ AM

bdmorning Image Preview


জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট ড. এ কে এ মোমেন (৭২) নিউজার্সির হ্যাকেনসেক হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ইউরিনাল স্টোনঅপসারণের জন্যে তিনি হাসপাতালে ভর্তি হন। জীবনে এই প্রথম হাসপাতালে রাত কাটালেন তিনি।

ইতোমধ্যেই মোমেনের প্রাথমিক একটি অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানান- আগামী বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর পরিপূর্ণ লেজার অস্ত্রোপচার করা হবে। সেই সময়ই সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে তার স্টোনটি গুড়িয়ে শরীর থেকে ফেলে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু গত শুক্রবার এসব তথ্য জানিয়েছেন।

মোমেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- মোমেন বলেনআমার বয়স এখন ৭২ বছর। ৩৬ বছরের মতো যুক্তরাষ্ট্রে ছিলাম। সৌদি আরবেও ছিলাম কিছুদিন। জীবনে কখনোই হাসপাতালে ভর্তি হতে হয়নি। ঘন ঘন চিকিৎসকের কাছেও যাইনি। এটিই প্রথম ঘটনা হাসপাতালে রাত কাটানোর।

তিনি বলেন, আমার চিকিৎসা টিমের সদস্যগণের মধ্যে দুই বাংলাদেশি চিকিৎসক রয়েছেন। তারা হলেন- ড. সোহেল আহমেদ এবং ওমর হাসান।

তিনি আরও বলেন, কানাডার টরন্টোতে বিশ্ব সিলেট সম্মেলনে অংশগ্রহণের সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখানকার খ্যাতনামা ইউরোলজিস্ট মোতাহার আহমেদের পরামর্শে ইউরিনাল স্টোন অপসারণের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় ফেরার সময়ও পিছিয়ে দিয়েছেন।

নির্বাচন নিয়ে তিনি বলেন, বাংলাদেশে ফিরে সিলেটে গিয়ে নির্বাচনী প্রচারণায় নামবেন তিনি। সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তাই ফেরার আগেই সবকিছু চেকআপ করার একটি সুযোগ পেয়ে পরম করুণাময়ের শোকরানা আদায় করছি।

Bootstrap Image Preview