Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩ PM

bdmorning Image Preview


নীলফামারীর জলঢাকায় ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এ.কে.এম ওয়ারেছ আলী নামে প্রধান শিক্ষককে আটক করছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির নানি বাদী হয়ে জলঢাকা থানায় অভিযোগ করেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ওই শিক্ষককে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষক উপবৃত্তির টাকা দেবার কথা বলে দীর্ঘদিন থেকে ওই প্রতিষ্ঠানের ৭ম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। কখনো কখনো তিনি ওই ছাত্রীকে একা তার বাসায় যেতে বলে এবং মোবাইল ফোনের একটি সিমও কিনে দেয় ছাত্রীটিকে।

প্রতিদিন মোবাইল ফোনে তার সঙ্গে অশালীন ভাষায় আলাপ করত ওই অভিযুক্ত শিক্ষক ওয়ারেছ আলী। এক পর্যায়ে বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানায়। পরে মেয়েটির নানি আমেনা বেগম বাদী হয়ে শনিবার জলঢাকা থানায় অভিযোগ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview