Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রবাস জীবন আর ভালো লাগে না’ স্ত্রী-মেয়েকে জানিয়েই চলে গেলেন তিনি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৮, ০৬:১০ AM
আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ০৬:১০ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে সৌদির তায়েফ শহরে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

 

নিহত আজাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকার আবদুল করিম বেপারি বাড়ির মৃত হেদায়েত উল্যার ছেলে।

জানা গেছে, দুর্ঘটনার ৫ মিনিট আগে স্ত্রী-মেয়ের সঙ্গে তার শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়। তখন আজাদ তাদেরকে জানায়, প্রবাস জীবন তার কাছে আর ভালো লাগে না। কিছুদিন পর বাড়িতে আসার কথা জানান। এবার বাড়িতে এলে আর বিদেশ যাবে না। পরিবারের সবাই একসঙ্গে রোজা রাখবে ও ঈদ উদযাপন করবে। এসব কথা বলে সবার খোঁজখবর নিয়ে ফোন রেখে দেন। এর ৫ মিনিট পরই তায়েফ শহরে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আজাদ।

২০ বছর ধরে আজাদ সৌদি আরবে আছেন জানিয়ে  তার বড় ভাই স্কুলশিক্ষক শাহ আলম বলেন, দেড় মাস আগে ছুটিতে তিনি বাড়িতে আসে। আবার কর্মস্থলে চলে যান। সেখানে ঠিকাদারির কাজ করতেন। তার স্ত্রী খাদিজা বেগম, চার মেয়ে ও সিঙ্গাপুর প্রবাসী এক ছেলে রয়েছে।

Bootstrap Image Preview