Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৭:৫১ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০২:০১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

দুর্নীতি, খাদ্য ঘাটতি, বিদ্যুৎ ঘাটতি, জঙ্গিবাদের দেশ থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

আজ রবিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ এক সময় দুর্নীতি, খাদ্য ঘাটতি, বিদ্যুৎ ঘাটতির দেশ, জঙ্গিবাদের দেশে পরিণত হয়েছিল। কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নতি ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই, এটা আমাদের মনের কথা।’

মন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর আমরা যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখেছি। ২১ বছর ধরে এদেশের জনগণকে অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরে আসার পর আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল, এবার দুঃসময়ের উত্তরণ ঘটবে।

দেশীয় ঘাতকদের নিয়েই আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, এই আন্তর্জাতিক চক্রান্ত এখনও থেমে নেই। দেশীয় ঘাতকদের সঙ্গে নিয়ে তারা একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্ত্বে সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এতে সঞ্চালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview