Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, ডিসেম্বার ২০২১ | ১৭ অগ্রহায়ণ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

পুরনো বাড়ি দেখিয়ে বাবর বললেন, ‘ভুলে যেও না কোত্থেকে এসেছ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২১, ০৯:১৯ PM
আপডেট: ২১ মে ২০২১, ০৯:১৯ PM

bdmorning Image Preview


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা বাবর আজমের। সেখানেই ক্রিকেটের হাতেখড়ি। সেই বাবর আজম এখন ব্যাট হাতে শাসন করছেন ক্রিকেট দুনিয়া। তার অধিনায়কত্বের সুফল দেখতে শুরু করেছে পাকিস্তান।

সে বাবর আজম কোথা থেকে উঠেছেন, তার অতীত কি সেসব ভুলে জাননি খ্যাতির সঙ্গে। এখন দামি ফ্ল্যাট বাড়িতে থাকলেও একটা সময় বাবর কোথায় থাকতেন সেসবের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটারে বাবর চারটি ছবি পোস্ট করে লেখেন, “কখনও ভুলে যেও না তুমি কোত্থেকে এসেছ।”

মাত্র ২৬ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন পাকিস্তানিদের মনে। যার সামনে সুযোগ বিশ্ব সেরাদের একজন হবার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা বাবর আজমের বেশি সময় লাগেনি জাতীয় দলে জায়গা পেতে। সেই বাবর এখন জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিন ফরম্যাটেই।

সম্প্রতি বিরাট কোহলিকে পেছনে ফেলে দখল করেছেন ওয়ানডের এক নম্বর ব্যাটসম্যানের জায়গা। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও আছেন ৩ নম্বরে।

Bootstrap Image Preview