Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ১২:২৮ PM
আপডেট: ০৩ মার্চ ২০২১, ১২:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জামিন পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বুধবার (৩ মার্চ) তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।

অসুস্থতা ও দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কিশোরের পক্ষে জ্যের্তিময় বড়ুয়া শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী।

গত সোমবার (১ মার্চ) জামিন বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে, রবিবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে তা নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম। কিশোরের অনুপস্থিতিতেই এদিন আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। এ দিন কিশোরের জামিনের জন্য কোনো আবেদন ছিল না।

২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে কিশোরকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর সদস্যরা।

Bootstrap Image Preview