Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেরার লড়ায়ে ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩৪ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩৪ AM

bdmorning Image Preview


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করেছে প্রোটিয়ারা। তারা শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে এক রানের ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে কুইন্টন ডি ককের দল। যদিও সিরিজে টিকে থাকতে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ইংলিশরা।

ব্যাটিংয়ের শক্তি বাড়াতে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাও একাদশে পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞ ব্যাটসম্যান রিজা হ্যান্ডরিক্স জায়গা পেতে পারেন ডুয়াইন প্রিটোরিয়াসের জায়গায়।প্রোটিয়া ব্যাটসম্যান টেম্বা বাভুমা জানিয়েছেন, এই ম্যাচে কোনো ভাবেই হারতে চান না তারা।

বাভুমা বলেছেন, 'এমন পরিস্থিতিতে থেকে আমরা ১-১ ব্যবধান নিয়ে সেঞ্চুরিয়নে যেতে চাই না। আমরা সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে এই মূহুর্তে এগিয়ে আছি। এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিৎ।'

সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন লুঙ্গি এনগিদি। ইংলিশ দলপতি ইয়ন মরগান জানিয়েছেন, এই প্রোটিয়া পেসারের বিপক্ষে পাল্টা পরিকল্পনা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তাঁরা।

মরগান বলেছেন, 'এটা আমাদের আরেকটি সুযোগ। আমাদের চেষ্টা করতে হবে এবং তার বিপক্ষে আরেকটি পাল্টা পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং অন্য কাউকে টার্গেট করতে হবে।'

Bootstrap Image Preview