Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শনিবার, জানুয়ারী ২০২২ | ১৬ মাঘ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

সামান্থা নারী-পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ১০:২৬ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ১০:২৬ PM

bdmorning Image Preview


বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে মেলে ধরছেন সামান্থা। একাধিক বোল্ড ফটোশুট করেছেন। যুক্ত হচ্ছেন একের পর এক বড় প্রোজেক্টে। এবার তিনি যুক্ত হলেন একটি আন্তর্জাতিক সিনেমায়। নাম ‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’। এই সিনেমাতেই সামান্থাকে দেখা যাবে বাইসেক্সুয়াল বা উভকামী চরিত্রে। যিনি নারী ও পুরুষ উভয়ের প্রতি আকর্ষণ বোধ করেন। তামিল এই চরিত্রটি একটি গোয়েন্দা এজেন্সি পরিচালনা করে। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে এসব তথ্য জানা গেছে।

সিনেমাটি পরিচালনা করছেন জন ফিলিপ। যিনি এর আগে ‘ডাউনটন অ্যাবে’ সিরিজ নির্মাণ করে আলোচিত হয়েছেন। নতুন সিনেমাটি সম্পর্কে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন তিনি।

এর আগে সামান্থাকে সাহসী চরিত্রে দেখা গেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনে। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী খ্যাতিমান অভিনেতা মনোজ বাজপায়ীর সঙ্গে।

সামান্থার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘শকুন্তলাম’ ও ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ উল্লেখযোগ্য। দুটি সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এছাড়া বলিউডেও একটি সিনেমা করার ব্যাপারে আলাপ চলছে তার।

Bootstrap Image Preview