Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, মে ২০২৩ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটি দেবে হঠাৎ তছনছ ৪০ পরিবারের সুখের সংসার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ১০:৪৭ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ১০:৪৭ AM

bdmorning Image Preview


কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। অথচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর সংযোগ খালের পাড়ে মাটি হঠাৎ দেবে প্রায় ৪০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তাহ দুয়েক আগে উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, প্রশাসনের আশ্বাসের পরও মেলেনি কোনো সহায়তা।

হঠাৎ বাড়ি ধসে যাওয়ার পর থেকে হাউমাউ করে কাঁদছেন অজয়। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারের সদস্যরা। সবাই এখন রাত্রিযাপন করছেন পাশের একটি মন্দিরে। অজয়ের মা সুন্দরী রানী জানালেন, স্বামীর কষ্টার্জিত অর্থে আড়াই বছর আগে বাড়ি বানিয়ে সুখের সংসার বেঁধেছিলেন। কিন্তু সপ্তাহ দুয়েক আগে হঠাৎ ফাটল ধরে পুরো বাড়িটি ধসে পড়ে।

শুধু অজয় নয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহারপুর গ্রামে পাগলা নদীর সংযোগ খালের পাড়ে প্রায় ৪০টি ঘরবাড়ি মাটিতে দেবে গেছে। তবে আগেভাগে সরে পড়ায় কেউ হতাহত হয়নি। তবে আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, প্রশাসনের আশ্বাসের পরও মেলেনি কোনো সহায়তা।

এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানান শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন।

তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সারোয়ার জাহান সুজনের মতে, খালের পাড়ে হওয়ায় মাটি সরে ঘরবাড়ি দেবে গেছে।

ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রায় তিন শতাধিক সদস্য প্রতিবেশী, স্বজন ও মন্দিরে আশ্রয় নিয়েছে।

Bootstrap Image Preview