Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভূমিকম্পে রাঙ্গামাটিতে আহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ১০:৪২ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ১০:৪২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের সময় রাঙ্গামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক কর্মীসহ দুজন আহত হয়েছেন।

রাঙ্গামাটি শহরে শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ইউএনডিপির কর্মী এটিএম সাইফুল ইসলাম জানান, তারা তিন সহকর্মী শহরের মোটেল জর্জের দ্বিতীয় তলায় থাকেন। ভূমিকম্পের সময় তারা ঘুমিয়ে ছিলেন।

তিনি আরও জানান, ভূমিকম্প টের পেয়ে দুজন ভালোভাবে নিচে নেমে গেলেও মনিবুজ জামান অন্ধকারে সিঁড়ি থেকে পড়ে আহত হন। সহকর্মীরা তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, মনিবুজ জামানের আঘাত গুরুতর নয়। পরিবারের চাওয়া অনুযায়ী তাকে ছেড়ে দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিচ্ছে।

এদিকে বনরূপা বাজারের মুদি দোকানি ছোটন চৌধুরী জানান, ভূমিকম্পের সময় কাচের বোতল পড়ে তার মাথা কেটে গেছে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

দেশের বিভিন্ন জায়াগায় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তিস্থল মিয়ানমারে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৩২ দশমিক ৮ কিলোমিটার।

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়, দেশে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৪৭ কিলোমিটার দূরে।

Bootstrap Image Preview